সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা, বিভিন্ন গলিতে আড্ডা ও অযথা ঘোরাঘুরির কারণে ৬৫টি মামলা এবং ৯৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে এসব মামলা ও জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০টি দল।
অভিযানে পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান চালানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। যারা ঘরের বাইরে যাচ্ছেন এবং অযথা ঘোরাঘুরি করছেন তাদের জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।”
অভিযানে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৬৫টি মামলা করেছে এবং ৯৬ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
সোনবাহিনী ও চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেছেন বলে জানান তিনি।