অব্যাহত রয়েছে লোহাগাড়ার আধুনগর ইউপি চেয়ারম্যানের মানবিক সহায়তা

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি :

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাড়িতে থাকা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের জনসাধারণের মাঝে সরকারি সাহায্যের বাইরে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ২ হাজারের অধিক পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইউব মিয়া, প্রতিনিয়ত চলছে শুকনো খাবার, নগদ অর্থ সহ নানা ধরনের সহায়তা কার্যক্রম।

৮ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায় চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, ছেলে শওকত হোসাইন রিফাত ও ওমর ফারুক রায়হান (বাবু)কে সাথে নিয়ে গৃহবন্দী অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে নিজস্ব ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা করেই যাচ্ছেন।

এপ্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া জানান, করোনা ভাইরাসের এই ভয়ংকর পরিস্থিতিতে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় নিজস্ব তহবিল থেকে গরীব,দুঃখী, অসহায় মানুষকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি। সরকারি ও বেসরকারি ভাবে ইউনিয়ন পরিষদের অন্তর্গত যে সব ত্রাণ আসবে ইউপি মেম্বারদের সহায়তায় এবং তার ২ ছেলেকে স্বেচ্ছা-সেবক হিসেবে কাজে লাগিয়ে অত্র ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, তিনি তার জীবন বাজী রেখে জনগণের জন্য কাজ করে যাবেন। দিন দিন দেশের পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে , কষ্ট হলেও প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য তিনি ইউনিয়নবাসীকে উদাত্ত আহ্বান জানান।

চেয়ারম্যান এর বড় ছেলে সওকত হোসাইন রিফাত বলেন তার বাবার নির্দেশনায় এপর্যন্ত ২ হাজারের অধিক পরিবারের কাছে শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি সমাজের বিত্তবান ব্যাক্তিদের কাছে অনুরোধ করেছেন মধ্যবৃত্ত পরিবারের উপর সু-দৃষ্টি এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি নিজে সর্তক থেকে অন্যকে সর্তক করারও আহ্বান জানান।

মতামত