করোনা উপসর্গ নিয়ে সাতকানিয়ায় কিশোরের মৃত্যু, নমুনা সংগ্রহ

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি: 

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে রক্তের নমুনা সংগ্রহের পর তাকে দাফন করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির সিটিজি ভয়েস টিভিকে বলেন, ওই কিশোর গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এ ছাড়া সে আগে থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসামানী বলেন, করোনার উপসর্গে মৃত্যু হয়েছে খবর পেয়ে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) তে পাঠানো হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ আলম ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোর ছাড়াও নারায়ণগঞ্জ থেকে সাতকানিয়ায় আসা আরো একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁকে হোম কোয়াকোরেন্টিনে রাখা হয়েছে ।

মতামত