করোনা উপসর্গ নিয়ে মদীনায় একদিনের ব্যবধানে সাতকানিয়া-লোহাগাড়ার ২ প্রবাসীর মৃত্যু

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:   

সৌদি আরবের মদিনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার ২ প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মদিনা মনোয়ারা পাশ্বে সুকোলহুদা নামক জায়গায় নিজ বাসায় মোহাম্মদ আলাউদ্দিন (৪০) এর মৃত্যু হয়। কয়েকদিন থেকে তিনি সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন।

তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন সদর ইউনিয়নের দক্ষিণ সূখছড়ি চাম্বিপাড়ায় তিনি ব্যবসায়ী নাজিম উদ্দিনের ছোট ভাই।

১০ এপ্রিল শুক্রবার বিকেল ৩টার দিকে জ্বর ও সর্দি-কাশি নিয়ে সৌদি আরবের মদিনা বাঙালি মার্কেট থেকে হাসপাতালে নেওয়া সময় মৃত্যুবরণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬) নামের আরো এক প্রবাসী। তার বাড়ি সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের দক্ষিণ মাদার্শা এলাকায়। তিনি ওই গ্রামের মনসুর আলীর ছেলে। এর আগে তাঁর সর্দি-কাশি ছিল বলে জানিয়েছেন সহকর্মীরা।

একই এলাকার সৌদিপ্রবাসী আবু হানিফ জানান, জাহাঙ্গীর কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। আজকে অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে করোনায় আক্রান্ত ও উপসর্গে দেশ-বিদেশে মারা গেছেন সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মোট ১২ জন।

মতামত