সাতকানিয়ার করোনা রোগী সিরাজুল ইসলাম মারা যান চট্টগ্রাম আসার পথে

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে মোট ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। তাদের একজনের নাম সিরাজুল ইসলাম। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার বাসিন্দা।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে মৃত্যু হয় করোনাভাইরাস শনাক্ত হওয়া ৬৯ বছর বয়স্ক সিরাজুল ইসলামের। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ থাকায় জেলা সিভিল সার্জন কার্যালয় মৃতদেহ থেকে নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। শনিবার (১১ এপ্রিল) জানা গেল তিনি মৃত্যুবরণ করেছেন করোনাভাইরাস নিয়েই।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর এ আলম বলেন, পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার এক বাসিন্দার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমূনা করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে সর্বমোট ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করার পর করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ জনে। এদের মধ্যে ৭ জন নগরের বাসিন্দা। বাকি ৩ জনের দুই জন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও সাতকানিয়া এবং লক্ষ্মীপুর জেলার।

মতামত