নরসিংদীতে পুলিশের হটলাইনে ফোন দিলে রোগীর বাড়িতে পৌঁছে যাবে চিকিৎসক

আল আমিন, নরসিংদী প্রতিনিধি :

“রোগীকে ডাক্তারদের কাছে যেতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। খ্যাদ্যসামগ্রীর পর এবার পুলিশের হটলাইনে ফোন দিলে স্ব্যাস্থ্য সেবা দিতে রোগীর বাড়িতে পৌছে যাবে চিকিৎসক।

কোভিড-১৯ মোকাবেলায় স্ব্যাস্থ্য সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য এই ক্যাম্প থেকে চিকিৎসকরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে। জেলা পুলিশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যেগে পৌর শহরের ইউএমসি জুট মিল ও ব্রাক্ষন্দী এলাকায় পুলিশ ও চিকিৎসকদের স্বমন্বয়ে প্রদান করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক রূপন কুমার (পিপিএম) সরকার জানান, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নরসিংদী জেলায় লকডাউন চলছে, জেলার সীমান্ত দিয়ে প্রবেশ পথ বন্ধ। সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

মানুষের স্বাস্থ্যগত দিক দিয়ে যেন অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখে জনগণের স্বাস্থ্যসেবা দেয়ার এই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। ২জন ডাক্তার, ২জন এমআই এর ত্বত্তাবধানে গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। এজন্য আমাদের ২টি এ্যাম্বুলেন্স, এমআই (পুলিশের মেডিকেল ইনস্ট্রাক্টর), ফ্রি ঔষধ সামগ্রী নিয়ে এই টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করে টেলিফোনে চিকিৎসা সেবা নিতে পারবে। প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন কলে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, স্বাচিপ এর নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেল হক কমল, সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান সহ বেশ কয়েক জন চিকিৎসক ও পুলিশ কর্মকর্তারা।

মতামত