লোহাগাড়ায় লকডাউন হল সিটি হাসপাতাল সহ মোস্তফা সিটি ভবন

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:

সাতকানিয়ার ইছামতি আলীনগর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বৃদ্ধ সিরাজুল ইসলামের সংস্পর্শে আসা একজনের কর্মস্থল লোহাগাড়া সিটি হাসপাতাল হওয়ায় লোহাগাড়া উপজেলার সদরের মোস্তফা সিটি ভবনটি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই ভবনে থাকা সাতটি ব্যাংকের শাখা ও সকল দোকানও লকডাউনের আওতায় আনা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সাড়ে ১২টার দিকে ভবনটি লকডাউন করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বলেন, মোস্তফা সিটি ভবনে থাকা সিটি হাসপাতাল লিমিটেডের একজন সুপারভাইজার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর চেকআপ করেন। নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ তাই সিটি হাসপাতালের পাশাপাশি মোস্তফা সিটি ভবনের থাকা সকল ব্যাংকের শাখা ও দোকান লকডাউন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

উল্লেখ্য গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় সিরাজুল ইসলাম (৬৫) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি সোনাজানের বর বাড়ির মৃত এজাহার মিয়ার পুত্র। ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হতে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার হাসান শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের পর তার লাশ শুক্রবার ভোরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে শুক্রবার সকালে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

এদিকে, বৃহস্পতিবারে মারা যাওয়া সিরাজুল ইসলামের শরীরে করোনা সংক্রমণ পাওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর সবার মধ্যে আতংক বিরাজ করছে।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে সিরাজুল ইসলামের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডটি পুরোপুরিভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ওয়ার্ডে মোট ৩৪২টি পরিবারের বসবাস রয়েছে।

মতামত