সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় করোনাভাউরাসে আক্রান্ত ৬ বছর বয়সী নিষ্পাপ শিশুটি মারা গেছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারল হাসপাতালে নিষ্পাপ শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গতকাল রাত ২টা ১০ মিনিটে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে বলেন বলে জানান তিনি।
এনিয়ে চট্টগ্রামে মহামারী এ রোগে মৃত্যু সংখ্যা দাড়ালো ২ জনে।