সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
দেশে নতুন করে আরও ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৯ জন। মোট আক্রান্ত ৮০৩।
এ নিয়ে মোট ৮০৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ সোমবার নিজ বাসা থেকে ভিডিও কলে সরাসরি করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য প্রকাশকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া পাঁচজন মারা গেছে। নতুন করে সুস্থ হয়েছে তিনজন। আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছে ৪২ জন।
এ ছাড়া ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।