নববর্ষের উপহার হিসেবে কন্যা পেলেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:    

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আবহমান কালের বাঙালি জাতির একান্তই স্বকীয় উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় বর্ষিত হওয়ার দিন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে নতুন আহ্বানের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর আর চির মঙ্গলে জয়গান করি। স্নাত হই বৈশাখের রৌদ্র খরতাপে, দূর করি ফেলে আসা বছরের যত যাতনা গ্লানি মুছে জরা গুছিয়ে শপথ বিশুদ্ধতার।

বাংলা নববর্ষের পহেলা বৈশাখে পৃথিবীর সবচেয়ে দামী উপহার পেলেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, ২য় সন্তান হিসেবে ঘর আলোকিত করে জন্ম নিল কন্যা সন্তান।

প্রচার বিমুখ সাংবাদিকদের প্রিয় মানুষটি লজ্জায় কাউকে জানাননি কোন হাসপাতালে জন্মগ্রহণ করেছে তার সবচেয়ে দামী উপহার কন্যা সন্তানটি।

মা ও নবজাতক কন্যার সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানিয়েছেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর আহবায়ক এম এম আহমদ মনির, সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, সদস্য অধ্যাপক মুহাম্মদ ইলিয়াস, মনির আহমদ আজাদ, আবদুল আউয়াল জনি, সাত্তার সিকদার, মারুফ খান, এম এ এইচ রাব্বী, এরশাদ আলম, মোজাহিদ হোসাইন সাগর, জমির উদ্দিন, আরিফুল ইসলাম রিফাত, আবদুল করিম, আবদুল ওয়াহাব, বজলুর রহমান।

মতামত