মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি :
করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকা বিভাগের ৯ টি জেলার মধ্যে নরসিংদী জেলাও সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন বৃহস্পতিবার বেলা ১২ টায়। ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলার নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ে উপস্থিত ছিলেন- নরসিংদী সদর ১আসনের সাংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি লেঃ কর্ণেল(অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু(বীরপ্রতীক), নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন ভুঁইয়া, নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার) পিপিএম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির(সিআইপি), নরসিংদী জেলা সিভিল সার্জন- ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটুন, কালেক্টর মসজিদের ইমাম এবং একজন সিনিয়র নার্স।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধ ও দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ সহ শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও নরসিংদী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির(সিআইপি) এবং নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন ভুঁইয়া।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী জেলার সার্বিক করোনা পরিস্থিতি ও সরকারি নির্দেশনার আলোকে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নির্দেশনা যথযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।