সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪ হাজার ৪৯১ জন। মহামারিতে এর আগে কখনোই একদিনে এত বেশি মৃত্যু দেখেনি বিশ্ব। শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এনিয়ে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯১৭ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই আর কোনও দেশ।
যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল ২ হাজার ৫৬৯ জন। গত বুধবার ঘটেছিল এ ঘটনা। তবে মাত্র দু’দিনের ব্যবধানেই প্রায় দ্বিগুণ মৃত্যুতে সেই রেকর্ড ছাড়িয়ে গেল দেশটি।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক। এছাড়া নিউজার্সি, কানেক্টিকাট, মিশিগানেও ভয়াবহ রূপ নিয়েছে এই মহামারি।
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ২১ লাখ। বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ।