ত্রাণের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করল পরিবহন শ্রমিকরা

সিটিজি ভয়েস টিভি ডেস্ক  

চট্টগ্রামে ত্রাণের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল নগরীর আগ্রাবাদের বড়পুল মোড়ে অবস্থান নেয় কয়েকশ পরিবহণ শ্রমিক। বিক্ষোভ চলে কয়েক ঘণ্টা। এসময় কোনো ধরনের গাড়ি চলাচল করতে দেয়নি তারা। ফলে দীর্ঘ জট লেগে যায় অনেক পণ্য পরিবহন গাড়ির।

শ্রমিদের অভিযোগ, কয়েকদিন আগে পরিবহণ শ্রমিকদের একটি পক্ষ ত্রাণ দেয়ার কথা বলে ১০০ টাকা করে নেয় তাদের কাছ থেকে। তবে আজকে ত্রাণ দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি।

মতামত