সাইফুন্নেছা (ঝুমুর) এর কবিতা
“করোনা ভাইরাস”
বিশ্বটা আতংকে করোনার কারণে,
মানব দেহে প্রবেশ করলে পরলোক গমণে।
কেউ বলে তা চীনে তৈরী কেউ বলে তা গজব,
আসলে তা সত্যি কী? ভাবনায় আমি আজব।
বিশ্বজুড়ে পথে ঘাঠে ছুটছে আযান ধ্বনি,
সকল ধর্মী ক্রন্দনে কয় আল্লাহ তোমায় মানি।
করোনা ভাইরাস রোগীকে রাখা হচ্ছে দুরে
স্বজন হারা অনাদরে যাচ্ছে তারা মরে।
বন্ধ হচ্ছে স্কুল কলেজ বন্ধ দোকান পাট
শিশু কিশোর গৃহ বন্দি শুন্য খেলার মাঠ।
ক্ষণেক্ষণে যারা করে আল্লাহকে ভয়
হয়তো তারা করতে পারবে করোনাকে জয়।
যিনি মোদের সৃষ্টিকারী তিনি জানেন সব,
যার ইশারাই সবে হচ্ছে সেইতো মোদের রব।