“করোনাতে রমজান” (সাইফুন্নেছা ঝুমুর)
করোনা মোদের কঠিণ প্যারা যাচ্ছে কঠিণ দিনকাল,
অথৈ জলে কল্লোলে মোরা মরণ নাউয়ে টানছি পাল।
৩০ রোজায় প্রার্থনা করে পৌছাও আল্লাহর আরশে,
করোনাতো ডানা মেলছে নিঃশ্বাসে আর বাতাসে।
ঘরে ঘরে তারাবি হবে আখিঁ ভরবে পানি,
শত কষ্টে মানবো মোরা আল্লাহ তায়ালার বাণী।
Lock down,Home quarantine এ অন্ন আহার কষ্ট,
তারি মাঝে রাখলে রোজা আল্লাহর নিকট শ্রেষ্ঠ।
ভালো খাবার নাইবো পাবে তবু খাবে সেহেরী,
একটু খানি মিষ্টি জল আর ছুলা দিয়ে ইফতারি।
প্রতিবেলায় শুনে নিও মুয়াজ্জিনের আযান,
রোজাদারের করোনায় মৃত্যু,পূর্ণ জান্নাতের মান।
রোজা কালাম বক্ষে রেখে যদিও মরণ হয়,
ভালোবেসে নিবে কাছে আল্লাহ মোদের কয়।
করোনা মুক্ত দেশটি ছিল শান্ত ছায়ায় সেরা,
সবুজ পল্লব প্রকৃতিটা করতো আমায় ঘেরা।
ওহে আল্লাহ রহম করো রেখো রোজার মান,
বিশ্ব জুড়ে নিরহ লোকের ঝরাইয়োনা প্রাণ।