সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে ৪ জনকে বহিস্কার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফরের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণ মাধ্যমে জানানো হয়।
বহিস্কৃতরা হলেন, চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মো. আনিছ উল্লাহ্, পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি আক্তার কামাল পারভেজ, চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মো. এয়াছিন।
এবিষয়প জানতে চাইলে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন, লোহাগাড়ার আসন্ন ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়হাতিয়া ও পুটিবিলা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিজয় কুমার বড়ুয়া ও জাহাঙ্গীর হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ‘লোহাগাড়ার ৪ ইউনিয়নে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তারা মনোনয়ন প্রত্যাহার করেননি। তাই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে মর্মে দলের গঠনতন্ত্রের ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সুপারিশক্রমে তাদের প্রত্যেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যাঁরা দলের সভাপতির নির্দেশ অমান্য করে দলে তাদের কোন জায়গা হবেনা।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তবে বড়হাতিয়া ও পুটিবিলা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এ দুইটি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।