নানা আয়োজনে লোহাগাড়ায় ৭৩ তম “বিশ্ব মানবাধিকার দিবস” পালিত

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় র‍্যালী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখা।

১১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় বটতলী মোটর ষ্টেশন থেকে র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয় এরপর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের হল রুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী (বাবুল)। মূখ্য আলোচক ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার আঞ্চলিক কমিটির সভাপতি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড আবুল আলা মুহাম্মদ হোসামুদ্দিন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব জিতু।

প্রভাষক ইব্রাহিম খলিল ও আব্বাস উদ্দিনের সার্বিক তত্বাবধানে এবং সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা ফারুক হোছাইন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ লোহাগাড়া উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (বেঙ্গল) লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল জনি।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নিবার্চিত জনাব মোহাম্মদ জাকির হোসাইন মাহমুদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি জুনাঈদ চৌধুরী, আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা শাহাদত হোছাইন, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, লোহাগাড়া শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর আজীবন সদস্য বাবু শিবু রঞ্জন পাল, সামরাজ ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক ও কলাউজান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক, চট্টগ্রাম জেলা জজ আদালত এডভোকেট এ এম ফয়সাল, ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড এর চেয়ারম্যান মোহাম্মদ মামুন উদ্দিন, পদুয়ার সমাজ সেবক ও মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ এহসান, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী, কমিশনের সহ সভাপতি ও মানবাধিকার স্মারক এর নিবার্হী সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সহ- সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দীন, সদস্য সচিব মোহাম্মদ নুরুচ্ছাফা, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রলীগ নেতা তানভীর আহমদ ফাহিম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বিভিন্ন অবদানের জন্য “মানবাধিকার সম্মাননা স্মারক” প্রদান করেন উপস্থিত অতিথি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার দায়িত্বশীলবৃন্দ। ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রকাশিত ” মানবাধিকার স্মারক ” এর মোড়ক উন্মোচন করেন মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন বিভিন্ন ইউনিয়ন এর দায়িত্বশীলবৃন্দ।

মতামত