শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবার উপপরিচালকে সংবর্ধনা

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এর অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

১৮ ডিসেম্বর রোজ শনিবার সকালে এ উপলক্ষে কেন্দ্রের আউটরিচ ওয়ার্কার জনাব বিপুল চন্দ্র পাল এর সঞ্চালনায় এবং উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রের নিবাসী শিশু আসমাউল হুসনা, মো: আল-আমিন এবং কেন্দ্রের কেইস ম্যানেজার মোহাম্মাদ শাহজাহান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে কেন্দ্রের শিশুদের সুন্দর পরিবেশ তৈরি ও সেবার মান উন্নয়ন এবং কেন্দ্রের সামগ্রিক সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন-তার পক্ষ থেকে সবসময় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত প্রশস্ত থাকবে।

সভাপতি জেসমিন আকতার তার বক্তব্যে বলেন- বিদায়ী উপপরিচালক এর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় কেন্দ্রের কার্যক্রমে গতিশীলতা এসেছে। অনুষ্ঠানের শেষভাগে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপপ্রকল্প পরিচালক ও কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

 

 

মতামত