নলুয়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন লিয়াকত আলী

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

আসন্ন ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকার প্রার্থী হিসাবে সুযোগ দেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ক্রান্তিকালে নলুয়া সহ পুরো সাতকানিয়ার জনসাধারণের দোরগোঁড়ায় গিয়ে আলোচনায় আসা মানবিক মানুষ আলহাজ্ব লিয়াকত আলী।

গত ৭ই জানুয়ারী(শুক্রবার) বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড লিয়াকত আলীকে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

লিয়াকত আলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো নলুয়াজুড়ে, আনন্দে মিষ্টি বিতরণ করেছে লিয়াকত আলীর সমর্থকরা।

নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়ে লিয়াকত আলী বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক তুলে দিয়ে পুরো নলুয়াবাসীকে সম্মানিত করেছেন আমি বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি মহোদয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন আমি আগামী ৭ই ফেব্রুয়ারী নলুয়াবাসীকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ।

আমি নির্বাচিত হলে আমার জীবনের সবকিছু দিয়ে হলেও নলুয়াবাসীকে একটি মডেল নলুয়া ইউনিয়ন উপহার দিব ইনশাআল্লাহ।

মতামত