সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
দেশব্যাপী ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয়েছে ফাইজারের কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম। সোমবার (১০জানুয়ারি) সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনজুর মোর্শেদ।
এতে প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য দিকনির্দেশনায় বিশ্বের বহু উন্নত দেশের আগে আমাদের শিক্ষার্থীরা করোনা ভাইরাসের টিকা পাচ্ছে। খুব গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে করে শিক্ষার্থীদের পুরোদমে ক্লাসে ফেরানো যায়। টিকা নিবন্ধনে জন্মনিবন্ধন জটিলতা না হয় মতোও সরকার সব ইউনিয়ন, পৌরসভাকে নির্দেশ দিয়েছে। দ্রুতই শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো যাবে।
এদিকে একইদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার ডোজ নেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজীম শরীফ, মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী ও সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।