ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে পদুয়ায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৫০০ জন শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

১০ জানুয়ারি সোমবার বিকেলে পদুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশীদের অস্থায়ী কার্যালয় থেকে এসব কম্বল বিতরন করা হয়।

এসময় পদুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুনর রশীদ, লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব ও বান্দরবান হোটেল গ্র্যান্ড ভ্যালীর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, লোহাগাড়া অটো-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত আলী শেখু সহ পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অসহায় ও শীতার্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো কম্বল পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে বাড়ি ফিরেছেন।

মতামত