সিটিজি ভয়েস টিভি ডেষ্কঃ
ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশে পৌঁছেছেন।
বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে গ্রহণ করেন।
জাহাজের পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং ও পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও ইউক্রেনে অবস্থানকারী মিসাইল হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ এখনই দেশে আনা হচ্ছে না। তার মৃতদেহ ইউক্রেনে একটি বাংকারে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার মৃতদেহ দেশে আনা হবে।