সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
লিও ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে (১৪ই মে) অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে লিও পৃথা পারমিতা , সেক্রেটারি পদে লিও মোঃ অহিদুল ইসলাম ও ট্রেজারার পদে লিও তৌকির আহমেদ নির্বাচিত হয়েছেন।
২০২১-২২ বর্ষের বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪’র জয়েন সেক্রেটারি লায়ন কামরুল ইসলাম পারভেজ, ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ এম.জি.এফ , লায়ন্স ক্লাব অফ চিটাগং সিটির প্রেসিডেন্ট লায়ন্স রাজেশ চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন্স মঞ্জুরুল আমিন, সেক্রেটারি ইলেক্ট লায়ন্স সাইফুল করিম আরিফ, ট্রেজারার ইলেক্ট লায়ন্স ক্যাপ্টেন আবু নাসের, লায়ন্স শাহি মাহমুদ দুলদুল, লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম ।
পরে একে একে সকল পদপ্রার্থীর স্বাক্ষাৎকার নেয়া হয়। প্রার্থীরা তাদের নিজেদের যোগ্যতা উপস্থিত সিলেকশন বোর্ডের সামনে তুলে ধরেন। স্বাক্ষাৎকার শেষে সিলেকশন বোর্ডের সদস্যদের মধ্যে আলোচনা এবং ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
আটজনের নতুন কেবিনেট আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।
এসময় বক্তারা লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প ২০২২ (উচ্ছাস) এ লিও ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি চ্যাম্পিয়ন হওয়ায় ইউনিটের ভূয়সী প্রশংসা করেন। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় নিজেদের তৈরি করতে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার উপর জোর দেন। সময়ানুবর্তিতা এবং পারস্পরিক সৌহার্দপূর্ণ মনোভাব বজায় রেখে লিও ক্লাবের কার্যক্রম এগিয়ে নেবার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ চিটাগং ডায়নামিক সিটির প্রাক্তন সভাপতিবৃন্দ, ক্লাবের বর্তমান কেবিনেট সদস্যরা।