চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য হলেন ডাঃ বিদ্যুৎ বড়ুয়া

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া।

১লা জুন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ ও সাধারণ সম্পাদক ডাঃ আবুল কাশেম সাক্ষরিত একটি চিঠিতে ডাঃ বিদ্যুৎ বড়ুয়াকে কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মনোনীত করার বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক চিঠিতে বলেন, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন একটি অলাভজনক দাতব্য সমাজসেবা মূলক প্রতিষ্ঠান যেখানে হতদরিদ্রের বিশেষকরে কিডনী রোগীদের জীবন রক্ষাকারী ডায়ালাইসিস ও অন্যান্য চিকিৎসা সেবা সাশ্রয়ী মূল্যে প্রদান করা হয়। আপনি কোভিডের ক্রান্তিকালে ফিল্ড হাসপাতাল ও হোম হাসপাতাল প্রতিষ্ঠা করে যে দুঃসাহসিক পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সেবা প্রদান করেছেন তা চট্টগ্রামবাসী তথা সারা দেশ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। আপনার মানবসেবার মানসিকতা আমাদের প্রতিষ্ঠানের ভবিষৎ কল্যাণের পথ সুগম করবে এ প্রত্যাশা রেখে আপনাকে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের নির্বাহী কমিটিতে সম্মানীত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য সর্বসম্মতিমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। আপনার পূর্ব অভিজ্ঞতা, প্রজ্ঞা, নিষ্ঠা ও সততা আমাদের এ প্রতিষ্ঠানকে উচ্চ অবস্থানে নিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।

আশাকরি, আপনার ইতিবাচক সম্মতি এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমাদেরকে ধন্য করবে এবং আপনি বৃহত্তর চট্টগ্রামের অসহায় কিডনী রোগীদের একটি আস্থার ঠিকানা চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনকে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

মতামত