সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিটি বিভাগীয় সদরে বিএনপির বিক্ষোভ সমাবেশ করার কথা ছিলো শনিবার। কর্মসূচি পালন করতে গিয়ে নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়েছে ‘মৃত ব্যক্তি’কে কমিটির নেতা বানিয়ে সারাদেশে আলোচিত সাতকানিয়া উপজেলা বিএনপির কমিটি।
শনিবার বিকেলে (১১ জুন) সাতকানিয়া উপজেলা বিএনপির কমিটির সদস্যরা কেন্দ্রীয় এই কর্মসূচি পালনের সময় প্রতিপক্ষের হামলার শিকার হন।
জানা যায়, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসাইনের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নতুন কমিটির আহবায়ক জামাল হোসেন । উপজেলা বিএনপির নতুন এই আহবায়কের বাড়ি সাতকানিয়া-বাঁশখালীর শেষ সীমান্তে।
কর্মসূচি পালন করে ফেরার পথে সাইফুল, এহসান সম্রাট, তারেক, নাজিমসহ পাঁচ বিএনপি কর্মি হামলার শিকার হন। হামলায় মারাত্মক জখম হন এহসান সম্রাট। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুত্রমতে, সাতকানিয়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিতে পদের জন্য টাকা দিয়েও পদ না পেয়ে বিক্ষুব্ধ জামাল হোসেনের কিছু কর্মি সম্রাট ও সাইফুলের মাথা ফাটিয়ে দেন। কর্মসূচিতে নিজদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কিছু কর্মী। সাতকানিয়া বিএনপির আহবায়ক জামাল হোসেন রাজনীতিতে বিএনপি নেতা মীর হেলালের অনুসারী হিসেবে পরিচিত।
যদিও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপির কর্মসূচি ছিল আজ। উপজেলা বিএনপির কর্মসূচি পালনের কথা আগামীকাল রবিবার। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কোন কর্মসূচি না থাকলেও বাঁশখালী-সাতকানিয়ার সীমান্তবর্তি মাদার্শা এলাকায় সাতকানিয়া উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতাকর্মীরা কর্মসুচী পালনের উদ্দ্যোগ নেয়।
স্থানীয়রা জানান, মাদার্শা এলাকায় উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসাইনের ডাকা কর্মসূচিতে যোগ দিতে যাবার সময় এবং ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন তার পাঁচ সমর্থক।
স্থানীয় বিএনপি নেতাদের সাথে কথা বলে জানা যায়, সদ্য ঘোষিত আহবায়ক কমিটিতে পদ পেতে আর্থিক লেনদেনে ক্ষতিগ্রস্ত কর্মীরা হামলা করেন উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসাইনের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত এহসান সম্রাট, সাইফুলের উপর। এসময় আরো তিন কর্মি আহত হয়েছে বলে জানা গেছে।
সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের বিভাগীয় সদরে বিএনপির কর্মসূচি ছিল৷ সাতকানিয়া উপজেলা বিএনপিও এই কর্মসূচি পালন করেছে। হামলার বিষয়টি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে। ‘
আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে প্রতিপক্ষের নেতারা অভিযোগ করে আসছেন, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সদ্যঘোষিত কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেনের অনুসারীদের দিয়ে একক কমিটি গঠন করেছে দক্ষিণ জেলা বিএনপি। আর এ দুই কমিটিতে যারা এসেছে তাদের বেশিরভাগই দলে নিষ্ক্রিয় ও অতীতে বিএনপির কোনো পদপদবিতে ছিলেন না। বিপুল পরিমাণ টাকার লেদদেনের মাধ্যমে বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে জানতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানকে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন। উল্লেখ, সব জেলায় গ্যাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কোন কর্মসূচি দেখা যায় নি।
প্রসঙ্গত, সাতকানিয়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিলো সাতকানিয়া । পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ঝাড়ু মিছিল বের করে। প্রতিরোধের মুখে নতুন আহবায়ক কমিটির নেতাকর্মীরা বাঁশখালী সীমান্তে নিজেদের সভা সমাবেশ করে আসছিলেন। আজ দলের কর্মসূচি পালনের সময় নিজ উপগ্রুপের হামলার শিকার হন সাতকানিয়া উপজেলা বিএনপির পাঁচ নেতাকর্মি।