যুবলীগ চেয়ারম্যানের জন্মদিনে কোরান খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় কোরান খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টুর উদ্যোগে ২রা জুলাই শনিবার এশার নামাযের পর সাতকানিয়া আলীয়া মাদ্রাসা হেফজ্ ও এতিমখানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জসীম উদ্দীন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাবেদ ইকবাল, উত্তর সাতকানিয়া যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, পৌর যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দীন মিন্টু, আমির হামজা, মিজানুল হক, মোঃজাবেদ, যুগ্ম-সম্পাদক ইয়াসির আরাফাত লিলি, মহিউদ্দীন খোকন, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃদিদার, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃজুনায়েদ প্রমূখ।

কোরান খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু বলেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যুবলীগ এখন মানবিক যুবলীগ হিসেবে পরিচিতি পেয়েছে, তাঁর নেতৃত্বে যুবলীগ এখন সুসংগঠিত একটি দলে পরিনত হয়েছে, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর পুত্র হলেও তিনি একজন নিরহংকারী রাজনৈতিক ব্যাক্তিত্ব, মহান আল্লাহর দরবারে উনার দীর্ঘায়ু কামনায় আমাদের এই আয়োজন।

মতামত