সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্ঠার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে দোয়া মাহফিল ও এক হাজার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বাদে জোহর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা হোছাইনীয়া আজিজিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার ১ হাজার ছাত্র ও এতিম শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
দোয়া মাহফিলে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুুহাম্মদ মুজিবুর রহমান মুজিব, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক মুুহাম্মদ ইমরান হোসেন রকি, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ইমনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।