সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আলোচিত কর্মকর্তা শরিফ উদ্দিনের চাকরিচ্যুতির প্রতিবাদ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামের রহমানিয়া স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। সমাবেশে স্কুলে প্রাক্তন কৃতি ছাত্র শরিফ উদ্দিনকে দুদকের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে হামজারবাগ এলাকায় স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে চাকুরিচ্যুত হওয়া স্কুলের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী শরীফ উদ্দিনের চাকুরীচ্যুতির প্রতিবাদ জানান।
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবু তৈয়ব।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শরীফ উদ্দিন সংশ্লিষ্ট প্রভাবশালী সিন্ডিকেটের বিরাগভাজন হয়েছিলেন । তাদের চাপের কারণেই শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালী বদলি করার পর তাকে অন্যায়ভাবে চাকরীচ্যুত করা হয়।
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, কক্সবাজারে সাড়ে তিন লক্ষ কোটি টাকার অধিগ্রহণের দূর্নীতির বিষয়ে সুধীমহলের বেশ প্রশংসা কুড়িয়েছেন শরীফ উদ্দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে দূর্নীতিবাজ সিন্ডিকেটের কাছে ধরাশায়ী হয়েছে শরীফ।
এসময় স্কুলের সিনিয়র শিক্ষক সজল আচার্য, নুর হোসেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে হাসান, জাবেদ, বাদশা, অপু, আকতার, রাহুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সিনিয়র শিক্ষক সজল আচার্য বলেন, পাঁচ লক্ষ রোহিঙ্গা অবৈধভাবে এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করেছেন বাংলাদেশের ; এটি সর্বপ্রথম অনুসন্ধানে বের করেছেন দুদকের এই মেধাবী কর্মকর্তা। তাকে পুরস্কৃত না করে চাকুরীচ্যুত করা দূর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির লঙ্ঘন।
দুদকের সাবেক উপ সহকারী পরিচালক শরিফ উদ্দিন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। ২০০২ সালে তিনি এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। দুদকে কর্মকালীন সময়ে নানা অনিয়মের তথ্য উদঘাটন করে দুর্নীতিবাজদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন শরীফ উদ্দিন।
প্রসঙ্গত, শরীফ উদ্দিন প্রায় সাড়ে ৩ বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন।গত ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারে একজন সিআইপি খেতাবধারী ব্যবসায়ীকে নির্যাতনসহ বেশকিছু অনিয়মের অভিযোগে শরীফ উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে দুদক।
তবে এনিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দুদকের ভেতরে ও বাইরের সাধারণ নাগরিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া জন্ম নেয়। বহিষ্কারের প্রতিবাদে দুদকের কর্মকর্তারা একটি মানব বন্ধন কর্মসূচিও পালন করেছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ১৭ ফেব্রুয়ারি দুদকের প্রতি শরীফ উদ্দিনকে বহিষ্কারের পেছনে যথাযথ কারণ ব্যাখ্যার আহ্বান জানিয়েছিল । দুর্নীতি বিরোধী সংস্থাটি কোনো বিশেষ গোষ্ঠীর চাপে এ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে কিনা- তা নিয়েও প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা।