সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ছবির নাম ‘কাঠগোলাপ’। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। সম্প্রতি কেয়া নিজেই বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন।
‘কাঠগোলাপ’-এর শুটিং শুরু হবে আগামী ১৬ই অক্টোবর থেকে। শুটিং হবে ঢাকার বনশ্রী, উত্তরা ও মিরপুরে। চিত্র নায়িকা সাবরিনা সুলতানা কেয়া বলেন, কাঠগোলাপের ঘ্রাণ অনেকের কাছে জনপ্রিয়। তেমনি কিছু মানুষ আছে যারা সমাজের সব জায়গায় নিজেদের ঘ্রাণ ছড়ান অর্থাৎ তারা সব কাজে লাগেন। অথচ তাদের কাজে কাউকে পাওয়া যায় না। এক কথায় সমাজের এমন কিছু ক্রাইসিস, মানসিক দ্বন্দ্বের গল্প এ ছবিতে বলা হবে যা আগে বলা হয়নি। ছবিটির গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করছি দুর্দান্ত ভালো কিছু হবে। এ সব ছবিতে তরুণ অভিনেতাদের বিপরীতে দেখা যাবে কেয়াকে।
চিত্র নায়িকা কেয়া ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদ শামীম। এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল। এদিকে চিত্র নায়িকা কেয়ার আরও প্রায় হাফ ডজন ছবির কাজ শেষ হয়েছে। এ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।