বকেয়া পরিশোধের দাবিতে গন্ডামারায় ব্যবসায়ীদের মানববন্ধন

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারাতে এসএস পাওয়ার ও সেপকো-৩ এর নিয়োগকৃত দুটি প্রতিষ্ঠানের কাছে পাওনা তিন কোটি টাকা পরিশোধে তালবাহানার প্রতিবাদে সমাবেশ করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩ রা নভেম্বর) গন্ডামারায় এসআলম পাওয়ার প্ল্যান্টের সামনে এই মানববন্ধনে অংশ নিয়েছেন শতাধিক সরবরাহকারী।

প্রতিবাদী মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ মাওশেং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ডেরুন ইন্টারন্যাশনাল লিমিটেড-এই দুই প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম ও ঢাকার যন্ত্রপাতি সরবরাহকারীদের তিন কোটি টাকার বেশি বিল বকেয়া থাকলেও’ এস আলম গ্রুপ’ নির্বিকার ভূমিকা পালন করছে।

ভুক্তভোগী ব্যবসায়ীদের সাথে কথা বলে  জানা যায় নেজামুদ্দিন এন্টারপ্রাইজ, আর এস কর্পোরেশন, সাইবার জোন, তাহের এন্টারপ্রাইজ, পিএস শিপিং, এসডি এন্টারপ্রাইজ, ব্লোমিং ডেল অয়েল সাপ্লাইয়ার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তিন কোটি টাকার বেশি বিল দীর্ঘ দুই বছর যাবত বকেয়া রয়েছে।

প্রতিষ্টান দুটির কাছে বার বার ধরনা দিয়েও পাওনা টাকা আদায় করতে না পেরে এসএস পাওয়ার প্লান্টের নতুন এক নং গেইটের সামনে মানববন্ধন ও অবস্থান নেয় ভুক্তভোগী ব্যবসায়ীরা।

পরে, এস এস পাওয়ারের চীফ কো অর্ডিনেটর মোহাম্মদ ফারুকের এক সপ্তাহের মধ্যে সমস্ত লেনদেন পরিশোধের আশ্বাসের পরিপেক্ষিতে ইকুইপমেন্ট সাপ্লাইয়ার্সরা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সভা শেষ করেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এস আলম পাওয়ার প্ল্যান্টের সামনে মানববন্ধনের জন্য জড়ো হতে শুরু করলে তাদের বাধা দেবার চেষ্টা করে এস আলম গ্রুপের পক্ষের স্থানীয় লোকজন। তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এসময়।

মতামত