ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এ.কে.এম পারভেজ

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এ.কে.এম পারভেজ (বিএসএস- এলএলবি)।

বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে তাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

এ.কে.এম পারভেজকে সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য এরফানুল করিম চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, এ বিদ্যালয়ের সাথে আমাদের পরিবারের একটা অন্যরকম মায়ার বন্ধন রয়েছে। এ বিদ্যালয়ে আমার বড়ভাই আবছার উদ্দিন দীর্ঘদিন সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। এবার আমাকে যখন দায়িত্ব দেয়া হয়েছে আমি বিদ্যালয়ের উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। আমার প্রচেষ্টা থাকবে কিভাবে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে পারব সেই বিষয়ে কাজ করা, আমি হৃদয় উজাড় করে আমাদের সন্তানদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি বিদ্যালয়ের ডায়েরি, স্কুল ইউনিফর্মের ভিন্নতা, বিদ্যালয়ের আসবাবপত্রের প্রয়োজনিয়তা মেটানো সহ নানাবিধ কাজ করব ইনশাআল্লাহ।

বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, ও সকল অভিভাবকগণ সহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

মতামত