“নিয়তির ভাগ্য খেলা”
রোমানা আফরোজা রিমঝিম
কি বা পেলাম? কি বা পাবো?
এটা কি শুধু ভাগ্যর নির্ধারন?
কর্ম সাধনে কি নাহি পায়,
মানুষ তার সুফল সাধন?
হেরে যায় বারে বারে, নিয়তির বেড়াজালে
হাসিতে থাকে তবু, অভিযোগ নাহি কভু।
এ যে নিয়তির খেলা, খেলিতে হবে
পৃথিবীতে বাঁচিতে হবে বিশ্বাসটা রাখিতে হবে।
সোনার হরিনটি সবারই চাই
চাইলেই কি আমরা পাই?
বিধাতার পরিকল্পনা,
নাহি কারো আজ জানা
তবুও মিছে আশার প্রদীপ জ্বালাই,
নিয়তির খেলায়, বার বার হেরে যাই।
হেরে যায় কতশত চুক্তিবিহীন মন
সৃতিচারণ করে যায় কতোটা জীবন,
পাওয়ার সুখ নিয়তির কাছে আছে অল্প
না পাওয়ার দুখ আজ শুধুই যে গল্প।
মনের বদলে পাইবেনা তুমি মন
পর হয়ে যায় কতো যে আপন।
ভালবাসার বিনিময়ে ভালবাসা পাবেনাকো,
অবহেলা আর অপেক্ষার পথ চলতে থাকো।
সব কিছু হবে যে একদিন শেষ,
যে দিন ছাড়বো পৃথিবী অথবা দেশ।