ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের দাবি ড. কামাল হোসেনের

সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ

সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে গণফোরাম।

এ সময় গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের জন্য সবাইকে কাজ করতে হবে। সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার স্বার্থে অবিলম্বে সকল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে সরকারের প্রতি আহবান জানান ডক্টর কামাল হোসেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে চলমান সংকট উত্তরণে রাজনৈতিকদলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনসহ ছয় দফা দাবি তুলে ধরেন তিনি। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ডক্টর কামাল হোসেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট