ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ পাঁচটি পেজ হ্যাক: জিল্লুর রহমান

সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ

চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’, ‘তৃতীয় মাত্রা প্লাস’, এই অনুষ্ঠানের উপস্থাপক ‘জিল্লুর রহমান’, ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)’ ও ‘সিসিএন’র ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘বুধবার রাতে তৃতীয় মাত্রার দুটি ফেসবুক পেজ, আমার নিজস্ব ফেসবুক পেজ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের (সিসিএন) পেজ হ্যাক হয়েছে।’

জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তবে এখনো কোনো জিডি করা হয়নি। আগামীতে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জিডি করা হতে পারে।

তিনি বলেন, ‘তৃতীয় মাত্রা একটি জনপ্রিয় টিভি টকশো। প্রচুর দর্শক আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন। তা ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই আমার সঙ্গে যুক্ত। এমনকি দুটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানেও অনেক মানুষ সম্পৃক্ত। পেজগুলো হ্যাক হওয়ায় আমরা সমস্যায় পড়ে গেছি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট