ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

বিচারপতির বক্তব্য নিয়ে মুখোমুখি আইনজীবীরা

সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। অন্যদিকে বিচারপতির বক্তব্য সঠিক ও যুক্তিযুক্ত বলে দাবি করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও আওয়ামীপন্থি আইনজীবীরা।

এ নিয়ে এরই মধ্যে বিচারপতির বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষাভ সমাবেশ হয়েছে। যে কোনো মামলার শুনানি ও আলাপ আলোচনায় সেই বক্তব্যের প্রসঙ্গ টানার চেষ্টা করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিচারপতির দেওয়া বক্তব্য নিয়ে দুই ভাগে বিভক্ত আইনজীবীরা।