সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া অংশে ট্রাক-মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া মসজিদের সামনে উক্ত দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি সিটিজি ভয়েস টিভিকে নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোক্তার হোসেন সিটিজি ভয়েস টিভিকে জানান, কক্সবাজার অভিমুখী মালবাহী ট্রাকের সাথে চট্টগ্রাম অভিমুখী এ্যাপাচি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এসময় মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয় এবং ২ মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে অপর আরোহী ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পদুয়া নয়াপাড়া এলাকার জালাল আহমদের ছেলে মোঃ নুরুল আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের(২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মোহাম্মদ জাহেদ (২৭)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ ইরফান সিটিজি ভয়েস টিভিকে বলেন, মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এব্যাপারে মামলা দায়ের এর প্রস্তুতি চলমান রয়েছে।