ই-পেপার | শুক্রবার , ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

লোহাগাড়ায় সাউথইস্ট ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন

বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে উৎসাহিত করাসহ আর্থিক সচেতনতা তৈরীই লক্ষ্য

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

আর্থিক সচেতনতা তৈরী, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তি এবং বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস-২০২৪ পালন করলো সাউথইস্ট ব্যাংক, চট্টগ্রামের লোহাগাড়া শাখা।

সোমবার (৪ মার্চ) বিকালে ব্যাংক প্রাঙ্গনে এ দিবসটি পালন উপলক্ষ্যে শাখা ব্যবস্হাপক ও এ.ভি.পি এ.এইস.এম. ইফতেখার উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে ও এক্সিকিউটিভ অফিসার মোজাহিদ হোছাইন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো: কুতুব উদ্দীন, লোহাগাড়ার জেনারেল হাসপাতালের পরিচালক রিটন কান্তি দাশ, অধ্যাপক জয় সেন বড়ুয়া, লোহাগাড়া মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আ.ন.ম আবদুল্লাহ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন বাচ্চু, মো: কাউছার হামিদ, ফরিদুল আলম, ব্যাংকের শাখার ম্যানেজার-অপারেশন ছোটন কান্তি দত্ত, সিনিয়র অফিসার রিপন কান্তি বড়ুয়া, অভিজিৎ ভট্টাচার্য ও অফিসার মো: সালাউদ্দীন প্রমুখ।

সভায় ব্যাংকের পক্ষ থেকে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ও দেশকে স্বনির্ভর করতে প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে প্রেরণের গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের জন্য ব্যাংক কতৃর্ক প্রদত্ত নানা ধরনের সেবা ও সুবিধাসমূহ তুলে ধরেন। পাশাপাশি সঞ্চয় বা ঋণ নেয়ার সময় নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে জনসাধারণকে অনুরোধ জানান। তা না হলে আর্থিক ঝুকি থাকতে পারে।

একই সাথে ঋণ নিয়ে তা সঠিকভাবে পরিশোধ করার আহবান জানান। এছাড়াও বিনিয়োগের বিভিন্ন দিকসমূহ নিয়ে আলোচনা ও সঞ্চয়ের নানান সুযোগ সুবিধার বিষয়ে সবাইকে অবগত করা হয়। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রায় অর্ধ-শতাধিক গ্রাহক উপস্হিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট