ই-পেপার | শনিবার , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
×

মোতালেব এমপি হলে সাতকানিয়া-লোহাগাড়ায় ১২-১৪ জন এমপি হবে, শান্তিতে ঘুমাতেও পারবেননা

লোহাগাড়ায় পথসভায় আবু রেজা নদভী এমপি

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও দুইবারের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এমপি হলে সাতকানিয়া-লোহাগাড়ায় ১২-১৪ জন এমপি হবে তখন ব্যাবসায়ীরা ব্যাবসা করতে পারবেন না, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ শান্তিতে ঘুমাতেও পারবেননা, ব্যাবসাও করতে পারবেনা, সেজন্যে আগামী ৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশ হাট এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আবু রেজা নদভী এমপি।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে সাতকানিয়া-লোহাগাড়ায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তাই এসব উন্নয়ন কর্মকাণ্ডের কৃতজ্ঞতা স্বরূপ নৌকা প্রতীকে ভোট দিতে হবে, নাহলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তায়ালা বলেছেন আপনার আমানত যোগ্য ব্যাক্তিকে প্রদান করুন, আমি আপনাদের দশ বছর সেবা করেছি।

আবু রেজা নদভী বলেন, পবিত্র কোরআনে সুরা বনি ইসরায়েল আছে একজন মানুষ যদি কাউকে কষ্ট দেয়, আহত করে, এর চেয়ে বড় গুনাহ আর নেই, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। চরতিতে নৌকা প্রতীকের প্রচারণায় গেলে আমার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এসময় আমার কর্মী সমর্থকরা মানব ঢাল হয়ে তাঁকে বাঁচিয়েছে, এসময় ১৮ জন আহত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। এসব কেন করছেন? সকল ধর্ম শান্তির বাণী দেয়, শান্তির বাইরেতো কেউই নেই, আপনারা অশান্তির পরিবেশ কেন সৃষ্টি করছেন? ফাসাদ কেন সৃষ্টি করছেন? ফিতনা কেন সৃষ্টি করছেন? তাহলে কি বুঝা যায় স্বতন্ত্র প্রার্থী ১২-১৪ জন এমপি হবে তখন ব্যাবসায়ীরা ব্যাবসা করতে পারবেন না, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ শান্তিতে ঘুমাতেও পারবেননা।
১০ বছরে সাতকানিয়ার জনপদের মানুষ নিরাপদে ছিল। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফল স্বরূপ নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে সাধারন ভোটারদের মাঝে স্বতঃস্ফূর্ততায় ঈর্ষান্বিত হয়ে অপশক্তি নৌকার বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।

ড.নদভী বলেন, আওয়ামীলীগ হচ্ছে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত একটি দল। এ দল ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। আরো অনেক কাজ বাকী রয়েছে। এ কাজগুলো সম্পন্ন করতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার বিকল্প নাই। আশা করি এরই প্রতিফলন ঘটাতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সারথি হবেন।

এসময়, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, নুরুচ্ছফা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মিয়া মোহাম্মদ ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক এম এস মামুন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা জাফর আলম, ইনজামামুল হক যুবরাজ, মিকরাজ উদ্দিন পিন্চু, মোহাম্মদ ফারুকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

দিনভর প্রচারণায়, লোহাগাড়া সদর ইউনিয়নের, দরবেশ হাট, আবদুল খালেক শাহ্র ঘাটা, কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট, কানুরাম বাজার সহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে পথসভা ও লিফলেট বিতরণ সহ নানা আয়োজনের মাধ্যমে নৌকা প্রতীকের প্রচারণা চালানো হয়।