ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

লোহাগাড়ায় খেলার ফাঁকে পরিবারের অজান্তে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

বাড়ির সামনে উঠোন এবং পিছনে পুকুর, উঠোনে খেলার ফাঁকে পরিবারের অজান্তে পিছনের পুকুরের পানিতে ডুবে গিয়ে লোহাগাড়ায় আবদুল্লাহ সামি সায়ান নামের সাড়ে তিন বৎসর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারী ) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দরগাহ মুড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সায়ান ওই এলাকার ট্রাক চালক সাইফুল ইসলামের পুত্র। বিষয়টি সিটিজি ভয়েস টিভিকে নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ।

স্থানীয় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ এহসান সিটিজি ভয়েস টিভিকে বলেন, বাড়ির সামনে উঠোন এবং পিছনে পুকুর রয়েছে। সায়ান বাড়ির উঠানের সামনে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করার পর বাড়ির পিছনের পুকুরে ভাসমান অবস্থায় সায়নকে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহেল জানান, শিশুটিকে জরুরী বিভাগের আনা হলেও হাসপাতালে পৌছার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট