ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে গণঅভ্যুত্থানের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: এবি পার্টি

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর উদ্যোগে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ভ্যাকুয়াম, ফ্যাসিস্ট দল, ব্যাক্তির পুনঃক্ষমতায়ন নাকি নতুন রাজনীতির সম্ভাবনা? আগামীর কর্মসূচি কি হওয়া উচিত? শীর্ষক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর কাজীর দেউড়িস্থ এবি পার্টির চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

এসময় বক্তারা আরো বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেক শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি দান, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং খুনি হাসিনা ও ব্যাক্তিদের বিচার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করতে হবে। একমাস বেশি সময় না হলেও বর্তমান উপদেষ্টা পরিষদের রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের বিষয়ে দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু করতে হবে।

অনুষ্ঠানে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত রাজনৈতিক কর্মশালার মূল আলাপ উপস্থাপন করেন, দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান।

অন্যন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার যাহেদ হাসান চৌধুরী, শ্রমিক নেতা হারুনুর রশিদ, আতাউর রহমান নূর।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য রিমন রশ্মি বড়ুয়া, জাবেদ ইকবাল, শামীম সুমন, জুনাইদ আল হাবিব, সবুজ কর্মকার, রূপস বড়ুয়া রাজু, জাহেদুল ইসলাম, সাইফুল আজম, আমিনুল ইসলাম আলো, নাছির উদ্দিন, লিটন কুমার মালাকার, হাফেজ মাওলানা জুবায়ের সিদ্দিকী, ইমাম হোসেন, আবদুল্লাহ আল মারুফ, শাহাদাত হোসেন অর্ক, মোজাম্মেল হোসেন খোকন, মেহেদী হাসান সহ মহানগর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট