ই-পেপার | মঙ্গলবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

সংখ্যাগুরু ও সংখ্যালঘু উক্তি আর নয়, সবাই বাংলাদেশী: দক্ষিণ জেলা জামায়াত আমীর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে পূজা পূর্ববর্তী মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, “এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে কথা বলবে আমরা এখানে সংখ্যাগুরুও নই, কেউ সংখ্যালঘুও নই, আমরা সকলেই সমান। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী।”

২৪ আগস্ট শনিবার বিকালে লোহাগাড়া উপজেলার পদুয়া শ্রী শ্রী কেন্দ্রীয় জগন্নাথ মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ধর্ম মানুষকে পরিশীলিত করে। ধর্ম মানুষকে মানুষ বানায়। পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরের উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী, মন্দির সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল ও অর্থ সম্পাদক ডাঃ মধু দাশ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, পদুয়া ইউনিয়ন আমীর মাওলানা হামিদুল হক, জামায়াত নেতা চৌধুরী মুহাম্মদ ছালেহ, ছাত্রনেতা মাওলানা আবু তৈয়ব, মুহাম্মদ জাকারিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম, জসিম উদ্দিন, মাওলানা আব্দুল আজিজসহ স্হানীয় নেতৃবৃন্দ।