মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা
সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হতে হবে এবং একজন গুণী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।
রবিবার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
এসময় বক্তারা আরও বলেন, নতুন কারিকুলামে ক্লাস শুরু হচ্ছে। নতুন ক্লাসে, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে অভিভাবকরা বলেন, আমাদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, নিজেদের নিরাপত্তার বিষয়ে শিক্ষকদের জানাতে হবে, যাতে তাঁরা বখাটেদের হাতে নিগৃহীত না হয়, যেকোনো ধরনের ভীতিকর পরিবেশে ভয় না পেয়ে নিজেকে নিরাপদ করতে পারে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সচিব মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সাংবাদিক আবদুল আউয়াল জনি, অভিভাবক রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আহমদ, সিনিয়র শিক্ষক মোখতারুল আলম, সিনিয়র শিক্ষক ইরফানুল হক, শিক্ষক আবু মুহাম্মদ তোয়াহাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।