ই-পেপার | শনিবার , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

“এমপি হলে কর্মসংস্থান সৃষ্টি ও পরিকল্পিত উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হবে”

নির্বাচনী শেষ জনসভায় চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোতালেব

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে শিক্ষা ও স্বাস্থ্যসহ অবকাঠামো ও গ্রামীণ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে স্মার্ট সাতকানিয়া-লোহাগাড়া গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান তৈরি করে ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করা হবে।পাশাপাশি কারিগরি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেশ ও বিদেশে বিভিন্ন কারখানায় চাকুরী উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করা হবে। যার কারণে এ জনপদের প্রত্যন্ত অঞ্চলের লোকজন স্ব স্ব ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে সুখে- শান্তিতে বসবাস করবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে লোহাগাড়া উপজেলার পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈগল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাপনী বিশাল জনসভায় বক্তব্য দানকালে এসব কথা বলেন মোতালেব।

জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই উল্লেখ করে মোতালেব বলেন, আমার ব্যবসা-বাণিজ্য ছেলেরা দেখে। সৃষ্টিকর্তা আমাকে সবকিছু দিয়েছেন। আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নেই। এখন মৃত্যুর আগ পর্যন্ত আমার এলাকার গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই আগামী ৭ জানুয়ারী আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে মাদক ও দখলবাজসহ সকল অপকর্ম বন্ধ করে এলাকায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিব।

লোহাগাড়া অংশের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ  সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এম এ মোতালেব এর নির্বাচনী প্রধান সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, সদস্য সচিব ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া অংশে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী, লোহাগাড়া অংশের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সদস্য শহিদুল ইসলাম সেলিম, রুপ কুমার নন্দী খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসেন কবির, ফয়েজ আহমদ লিটন, জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাশেম মিয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জাফর আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন, সহ-সভাপতি ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন রকি, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, চরম্বা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাদত উল্লাহ, নলুয়া ইউপির সাবেক চেয়ারম্যান তছলিমা আবছার, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, লোহাগাড়া উপজেলা মৎসজীবী লীগ সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, উপজেলা তাতীলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট