সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব সিআইপি।
ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ৮৫৯৫৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে হারিয়ে বিজয়ী হয়েছেন। নদভী পেয়েছেন ৩৯২৬৫ ভোট। উভয়ের ভোটের ব্যাবধান ৪৬৬৮৮ ভোট।
বিজয়ের আনন্দে সামিল হয়ে এম এ মোতালেব সিআইপিকে ফুলেল শুভেচছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা।
এসময় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার মোস্তাক আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সাহাবউদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাস্টার সাধন কান্তি নাথ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান মাসুম, ৪ নং ইউপি সদস্য মোহাম্মদ সোহেল, যুবলীগ নেতা লিটন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।