ই-পেপার | শনিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

নানা আয়োজনে ফ্রান্সে শেখ ফজলুল হক মণির জন্মদিন ৮৫ তম জন্মদিন পালিত

নানা আয়োজনে ও যথাযথ মর্যাদায় প্যারিসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর স্রষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক-সাংবাদিক ও ক্রীড়াবিদ শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৫ তম জন্মদিন পালিত হয়েছে।

৪ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফ্রান্স শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া। ফ্রান্স আওয়ামীলীগের সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ হাসান আহমেদ সহ ফ্রান্স যুবলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট