ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

সাতকানিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১২ই নভেম্বর) উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নে শাহ মজিদিয়া মার্কেট, বারদোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম সিটিজি ভয়েস টিভিকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট