ই-পেপার | বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আবু বক্কর (৩৯) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কাজীর পুকুর পাড়ের পূর্ব পাশে মরিয়ম ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি সিটিজি ভয়েস টিভিকে নিশ্চিত করেছেন কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশ।

গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ী এলাকার ইউনুছ মাস্টারের পুত্র।

খোঁজ নিয়ে জানা গেছে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লোহাগাড়ার আমিরাবাদ চৌধুরী প্লাজার সামনে হতে লোহাগাড়া থানার মূল ফটক পর্যন্ত এলাকায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মফিজুর রহমান এর পুত্র মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে গত ২৬শে আগষ্ট পেনাল কোর্টের  143/147/341/307/323/ 436/427/506/109/34 The Penal Code, 1860; তৎসহ 3 The Explosive Substances Act, 1908 ধারায় ২০২ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০০-৫০০ জনকে আসামি করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর ওই মামলার ১৯৬ নং আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট উপজেলার আমিরাবাদ চৌধুরী প্লাজার সামনে হতে লোহাগাড়া থানার মূল ফটক পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দাঙ্গা সৃষ্টি, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর আঘাত এবং হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সিটিজি ভয়েস টিভিকে বলেন, গ্রেফতারকৃত আবু বক্কর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। তাঁকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট