সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
বাংলাদেশের প্রান্তিক মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করে বাংলাদেশকে সংক্রামক ব্যাধিমুক্ত করায় জাতিসংঘের “ভ্যাক্সিন হিরো” পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৪তম অধিবেশনের সোমবার প্রাকৃতিক দুর্যোগ ও স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার পিছনের লড়াই ও অর্জনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
স্বল্প আয়ের মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পৌছে দিতে বাংলাদেশের নেওয়া পরিকল্পনার কথা বিশ্ববাসীকে শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে বাংলাদেশ। চুয়াত্তরতম সাধারণ পরিষদে জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোসিয়াল কাউন্সিলের ‘সকলে মিলে স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ে তুলতে বৈশ্বিক স্বাস্থ্য সেবা’ শিরনামের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেওয়া অর্থ সত্যিকারের গরিব মানুষের কাছে পৌছাতে হবে। যেন সেই অর্থ ধনীদের আরও ধনী করতে না খরচ হয়। বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিকেলে প্রাকৃতিক দুর্যোগে করনীয় সম্পর্কিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এর সক্ষমতার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায় তার দেশ।
টিকাদান কর্মসূচির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন করেন ভ্যাক্সিন হিরো পুরষ্কার। সন্ধ্যায় দ্যা গ্লোবাল এলাইন্স অফ ভ্যাক্সিন্স এন্ড ইমুনিজেশনস, গাভি এর আয়োজনে রিকগনিশন অফ পলিটিক্যাল লিডারশীপ অনুষ্টানে তাঁকে এ পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী কৃতজ্ঞচিত্তে বলেন, এভর্জন বংলাদেশের প্রতিটি মানুষের।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে বলেই টিকাদান কর্মসূচির সাফল্যের ফলে পোলিওসহ নানা সংক্রামক ব্যাধি থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ।