ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

ডাবের দাম বৃদ্ধির যুক্তি নেই, কাল থেকে তদারকি

রাজধানীতে ডেঙ্গু রোগীদের অন্যতম পথ্য ডাবের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রকৃত কারণ ও প্রতিকার খুঁজতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলোচনায় দাম বৃদ্ধির জন্য ডেঙ্গু পরিস্থিতিকে দায়ী করেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীদের দাবি, ডেঙ্গু রোগের বিস্তার ঘটায় ডাবের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। যোগান কম থাকায় দাম বেড়ে গেছে।

ব্যবসায়ীদের এ ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি ভোক্তা অধিদপ্তর। তারা বলছে, যে পরিমাণ দাম বেড়েছে তা অযৌক্তিক। দাম বাড়ার প্রকৃত কারণ যাচাই এবং বাজার তদারকি করতে মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে অধিদপ্তর।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট