ই-পেপার | বুধবার , ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
×

বিএনপি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে প্রতিটি পুজামন্ডপ নেতাকর্মীরা পাহারা দিবে

পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সভায়: নাজমুল মোস্তফা আমিন

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজা করুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পুজা মন্ডপে আপনাদের পাশে থাকবে এবং পাহারায় থাকবে। এখানে কেউ সংখ্যাগুরু ও সংখ্যালঘু নেই সবাই এদেশের নাগরিক। যারা এদেশে ধর্মীয় বিভাজন তৈরী করে সংখ্যলঘু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুস্কুতকারি। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (৫ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টের মিলনায়তনে লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রিটন দাশের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথের সঞ্চালনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এহেছানুল হক, আবুল হাসেম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শব্বির আহমদ, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা সুজিত পাল, চুনতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্ঠা অসীম দাশ, সংগঠনের উপদেষ্ঠা ও শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ পাল, সাবেক সভাপতি প্রসেংজিৎ পাল, শিবু রঞ্জন পাল, মাস্টার রিটন বিশ্বাস, খোকন চন্দ্র নাথ, কলামিস্ট মাস্টার সুমন মজুমদার হিরো, সনাতনী সম্প্রদায়ের নেতা ও সাংবাদিক খোকন সুশীল।

সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।